আশিকুর রহমান তুষার ও তার এটিসি। (ATC)

আশিকুর রহমান তুষার টেক জগতের এক চেনা মুখ। টেক জগতের প্রায় সকলেই চেনেন তাকে। তার ইউটিউবে একটি চ্যানেল আছে যেটির নাম এন্ড্রয়েড টোটো কোম্পানি (এটিসি)।
২০১৫ সালের ১১ই অক্টোবরে তিনি একটি ইউটিউব চ্যানেল চালু করেন। যে চ্যানেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এর রিভিউ করা হয়। এছাড়াও তারা ফোন রিভিউ এর পাশাপাশি নতুন নতুন সব স্মার্ট গ্যাজেট ও রিভিউ করেন। তাছাড়াও তারা বাংলাদেশের সাতটি বিভাগ ঘুরেই করেছেন ফোর জি টেস্ট।
আশিকুর রহমান তুষার একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন যে তারা ২০১২ সালে এই চ্যানেলটি তৈরি করেন। কিন্তু এক্সিডেন্টলি চ্যানেলটি ১০০০০ সাবস্ক্রাইবার সহ ডিলিট হয়ে যায়। পরে তারা আবার 2২০১৫ সালে এই চ্যানেলটি তৈরি করেন। এবং এখন ২০১৮




সালে তারা সফলতার শীর্ষে। অ্যান্ড্রয়েড কোম্পানিতে শুধু যে আশিকুর রহমান তুষার আছে তা না। তাদের সম্পূর্ণ একটা টিম আছে।

এই টিম মেম্বাররা হচ্ছেন
১) আরিফুল ইসলাম ইমন
২) আকিব রাজ
৩) তানভীর ইভান
৪) নূর মোহাম্মদ
৫) রাফিদ ইসলাম
তারা এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি টেক চ্যানেলের মালিক।
তাদের বর্তমান সাবস্ক্রাইবার ৩ লাখ ৫৩ হাজার ১১৭+
আশিকুর রহমান তুষার জানান ইউটিউব এডসেন্স থেকে তাদের প্রতি মাসের আয় খুব একটা বেশি না প্রায় ১০ হাজার। কিন্তু তাদের স্পন্সরশীপের আয় ৫০ হাজার টাকারও বেশি।

Comments

Post a Comment

Popular posts from this blog

প্রত্যয় হিরনের ইউটিউবার হওয়ার গল্প।

আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও এক্সআর আনল অ্যাপল