প্রত্যয় হিরনের ইউটিউবার হওয়ার গল্প।
প্রত্যয় আর তার বন্ধু ফাইয়াজ আবরার একদিন হিরনের মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা চেক করার জন্য কয়েকটা ভিডিও করে। ভিডিওগুলো বেশ মজার হয়। মাথায় চিন্তা আসে মানুষ দেখলে হয়তো বেশ মজা পাবে। তারপর ভিডিওগুলো একসঙ্গে অ্যাড করে ইউটিউবে ছাড়ে। প্রথম রাতে প্রায় ৯০ ভিউ হয়। এই ৯০ ভিউ তাদের কাছে সে সময় সংখ্যায় অনেক ছিল। অনুপ্রেরণা সেই ৯০টি ভিউ। তারপর থেকে শুরু হয় কাহ করা। প্রথম ভিডিও ইউটিউবে প্রত্যয় ছাড়ে ২০১৫ সালের নভেম্বরে। ২০১৬ সালে ৭/৮টি ভিডিও কিন্তু সাবস্ক্রাইবার ছিল তখন ৬০০ কি ৭০০। যতটুকু আসা ছিল ততটুকু তারা পাননি। তারপর রাগে বিরক্ত হয়ে ছেড়ে দেয় ইউটিউবিং। এরপর র্দীঘ সময়, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ১ হাজার হয় সাবস্ক্রাইবার। আবার ভিডিও বানাতে ইচ্ছা জাগে। সে সময় এসএসসি পরীক্ষার কারণে আর হয়নি। শেষমেষ ২ হাজার সাবস্ক্রাইবার নিয়ে এপ্রিলে আবার যাত্রা শুরু করে। গত ১৭ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়। এরপর সিলভার প্লে বাটন পান। চ্যানেলটির নাম আজাইরা লিমিটেড। বর্তমানে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ৮, লাখ ৩৯ হাজার ৯৩০ এর বেশি। এখন পর্যন্ত তারা ৫৩ কনটেন্ট আপ করেছেন চ্যানেলটিতে। ভেরিভাইট এই চ্য...