Posts

প্রত্যয় হিরনের ইউটিউবার হওয়ার গল্প।

Image
প্রত্যয় আর তার বন্ধু ফাইয়াজ আবরার একদিন হিরনের মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা চেক করার জন্য কয়েকটা ভিডিও করে। ভিডিওগুলো বেশ মজার হয়। মাথায় চিন্তা আসে মানুষ দেখলে হয়তো বেশ মজা পাবে। তারপর ভিডিওগুলো একসঙ্গে অ্যাড করে ইউটিউবে ছাড়ে। প্রথম রাতে প্রায় ৯০ ভিউ হয়। এই ৯০ ভিউ তাদের কাছে সে সময় সংখ্যায় অনেক ছিল। অনুপ্রেরণা সেই ৯০টি ভিউ। তারপর থেকে শুরু হয় কাহ করা। প্রথম ভিডিও ইউটিউবে প্রত্যয় ছাড়ে ২০১৫ সালের নভেম্বরে। ২০১৬ সালে ৭/৮টি ভিডিও কিন্তু সাবস্ক্রাইবার ছিল তখন ৬০০ কি ৭০০। যতটুকু আসা ছিল ততটুকু তারা পাননি। তারপর রাগে বিরক্ত হয়ে ছেড়ে দেয় ইউটিউবিং। এরপর র্দীঘ সময়, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ১ হাজার হয় সাবস্ক্রাইবার। আবার ভিডিও বানাতে ইচ্ছা জাগে। সে সময় এসএসসি পরীক্ষার কারণে আর হয়নি। শেষমেষ ২ হাজার সাবস্ক্রাইবার নিয়ে এপ্রিলে আবার যাত্রা শুরু করে। গত ১৭ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়। এরপর সিলভার প্লে বাটন পান। চ্যানেলটির নাম আজাইরা লিমিটেড। বর্তমানে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ৮, লাখ ৩৯ হাজার ৯৩০ এর বেশি। এখন পর্যন্ত তারা ৫৩ কনটেন্ট আপ করেছেন চ্যানেলটিতে। ভেরিভাইট এই চ্য...

আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স ও এক্সআর আনল অ্যাপল

Image
নতুন আইফোন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ১২ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে অ্যাপলের পণ্য ঘোষণার অনুষ্ঠানে অ্যাপলপ্রেমীদের চোখ আটকে ছিল। গুঞ্জন ছিল, এ বছর নতুন তিনটি মডেলের আইফোন আনবে অ্যাপল। আইফোনপ্রেমীদের প্রত্যাশা পূরণ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানটি। ঘোষণা দিয়েছে, আইফোন এক্সএস, এক্সএএস ম্যাক্স ও আইফোন এক্সআর। প্রযুক্তি বিশ্লেষকের চোখে এবারের নতুন তিনটি মডেলের আইফোনে নতুনত্ব নেই। এর নকশা গত বছরে বাজারে আনা আইফোন এক্সের মতো। তবে এতে বিভিন্ন ফিচারের কারণে দামে পার্থক্য এসেছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্সে ওএলইডি ডিসপ্লে থাকলেও আইফোন এক্সআরে থাকবে এলসিডি ডিসপ্লে। নতুন মডেল আইফোন এক্সআর এক্সআর ফোনে একটি ৬ দশমিক ১ ইঞ্চি এজ-টু-এজ এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে অ্যাপল। তিনটি মডেলের আইফোনে এসেছে অ্যাপলের নতুন এ১২ বায়োনিক চিপ। নতুন এই এলসিডি ডিসপ্লের নাম রাখা হয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে। এ১২ বায়োনিক চিপে থাকছে সর্বাধুনিক সাত ন্যানোমিটার আর্কিটেকচার। এ ছাড়া থাকবে ফেসআইডি, ট্রু ডেপথ ক্যামের...

উন্নত ফিচার নিয়ে আসছে গ্যালাক্সি এস১০

Image
স্যামসাং সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৯ বাজারে ছেড়েছে। এবার গ্যালাক্সি এস সিরিজে নতুন স্মার্টফোন এস১০ বাজারে ছাড়তে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটি হবে বেজেলহীন। এতে ডিসপ্লের ভেতর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। প্রযুক্তি বিশ্বে গুঞ্জন রয়েছে, স্যামসাংয়ের নোট সিরিজের পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি নোট ১০-এ কোয়ালকমের তৈরি তৃতীয় প্রজন্মের আলট্রাসনিক সেন্সর থাকবে। এর অর্থ, এস সিরিজের নতুন স্মার্টফোনটিতেও কোয়ালকমের তৈরি ডিসপ্লের ভেতর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত হবে। প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে বলা হচ্ছে, স্যামসাং তাদের মাঝারি দামের স্মার্টফোনগুলোয় গুডিক্সের তৈরি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বসাবে। কিন্তু ফ্ল্যাগশিপ মডেলগুলোয় ব্যবহার করবে কোয়ালকমের সেন্সর। কোয়ালকমের তৈরি এ ধরনের সেন্সর হুয়াওয়ের মেট ২০ প্রো স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে। আলট্রাসনিক এ সেন্সর ব্যবহার করতে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে হুয়াওয়ে। দ্য ইনভেস্টর নামের একটি ওয়েবসাইটে বলা হয়, ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে আসবে গ্যালাক্সি এস১০। গ্যালাক্সি এসের দু...

অ্যাপেলের নতুন স্মার্ট ওয়াচ। সাথে নতুন কিছু স্মার্ট ফিচারস্

Image
তিনটি নতুন মডেলের আইফোনের পাশাপাশি নতুন সিরিজের স্মার্টওয়াচের ঘোষণা দিয়েছে অ্যাপল। ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের অনুষ্ঠানে নতুন এ স্মার্টওয়াচ সিরিজের ঘোষণা আসে। অ্যাপল তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন স্মার্টওয়াচ দারুণভাবে নকশা করা হয়েছে। এতে যোগাযোগের পাশাপাশি ফিটনেস ও স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে সাহায্য পাওয়া যাবে। এতে নতুন ডিসপ্লে, ইলেকট্রোকার্ডিওগ্রাম ও ফল ডিটেকশন প্রযুক্তি যুক্ত হয়েছে। অ্যাপল দাবি করেছে, সিরিজ ৪-এর স্মার্টওয়াচে যে সুবিধা এসেছে, তা ৩০ সেকেন্ডে ইসিজি রিপোর্ট দিতে পারে। আগের অ‍্যাপল ওয়াচ ৩-এর চেয়ে এটি বেশ পাতলা। স্মার্টওয়াচের পাশে রয়েছে হ‍্যাপ্টিক ফিডব‍্যাকের ডিজিটাল বাটন। এর স্পিকার অ‍্যাপল ওয়াচ সিরিজ ৩ থেকে ৫০ শতাংশ বেশি শব্দ দেবে। ফলে, এই অ‍্যাপল ওয়াচ দিয়ে কথা বলতে বা গান শুনতে অসুবিধা হবে না। ডিভাইসটির ব‍্যাক প‍্যানেল কালো সিরামিক ও ক্রিটালের তৈরি। রয়েছে ডুয়েল কোর ৬৪ বিট এস ৪ চিপসেটের প্রসেসর, যা আগের ওয়াচ প্রসেসর থেকে দ্বিগুণ বেশি শক্তিশালী। দেওয়া হয়েছে অপটিক‍্যাল হার্ট সেন্সর। এত নতুন ইউআই, পানিরোধক ও জিপিএস সুবিধা রয়েছে। অপারেটিং সিস্টেম ওয়াচ ওএস ৫।...

ভিভো আনছে বিশ্বে প্রথম ৫জি ফোন

Image
প্রযুক্তি বিশ্বে মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে সর্বশেষ উভাবন হচ্ছে ৫জি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোন। মাসখানেক আগে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা অপো ৫জি মডেম। তৈরির ঘোষণা দেয় । এবারে আরেক চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো দাবি করেছে, তারা ৫জি স্মার্টফোনের সফল পরীক্ষা চালিয়েছে। চীনের শেনঝেনভিত্তিক প্রতিষ্ঠানটি নিশ্চিত করে। বলেছেন, ৫জি সমর্থিত সফটওয়্যার ও হার্ডওয়্যারযুক্ত করে নের সিরিজে নতুন স্বার্টফোন আনবে ভিভো। ফোনটির নাম হতে পারে ভিভো নেক্স এস। এতে কোয়ালকমের তৈরি এক্স ৫৭ মডেম ব্যবহৃত হবে। সম্প্রতি এক বিবৃতিতে ভিভো বলেছে, নেক্স ফোনের ৫জি সংস্করণটির জন্য প্রথম ধাপের যে প্রটোকল ও সিগন্যাল পরীক্ষা রয়েছে, তা সফলভাবে শেষ হয়েছে। । এতে ননস্ট্যান্ডআালোন আর্কিটেক্ট (এনএসএ) মডেল। যুক্ত হয়েছে, যা গ্রিজিপিপি রিলিজ ১৫ মান সমর্থন করে। এতে এলটিই ও নিউ রেডিও দুটি সংযোগ ব্যবহার করা যাবে। প্রথম ৩জিপিপিতে ৫জিএনআর চুড়ান্ত করা হয়। । ৩জিপিপি হলো থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট । এতে সাতটি টেলিকমিউনিকেশন মান উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত। ৩জিপিপি মান অনুযায়ী, অনেক ৫জি। এনআর ফ্...

শতভাগ সরাসরি বিনিয়োগে বাংলাদেশে আসছে অ্যামাজন

Image
পত্রিকা: বিজ্ঞান ও প্রযুক্তি: শতভাগ সরাসরি বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে অ্যামাজন। ২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় এই ই কমার্স কোম্পানিটি, সম্প্রতি যার মার্কেট ভ্যালু ট্রিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের শুরুতেই অ্যামাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। তখন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশে কার্যক্রম শুরুর চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তারা। আলিবাবার মতো বাংলাদেশে কার্যক্রম থাকা কোনো কোম্পানি কিনে বা কোনো অংশীদারিত্বে নয়, অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেষ্টমেন্টের অনুমোদনে ‘অ্যামাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে। তবে শুরুতে এই বিনিয়োগের পরিমাণ কত হবে তা । জানা যায়নি। বাংলাদেশে সফরকালে অ্যামাজন কর্তৃপক্ষ অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), ব্যাংকিং খাত, বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠক আলোচনা করে গেছেন। শনিবার দেশিয় ই-কমার্স খাতের ভবিষ্যত রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে অ্যামাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটু...

আশিকুর রহমান তুষার ও তার এটিসি। (ATC)

Image
আশিকুর রহমান তুষার টেক জগতের এক চেনা মুখ। টেক জগতের প্রায় সকলেই চেনেন তাকে। তার ইউটিউবে একটি চ্যানেল আছে যেটির নাম এন্ড্রয়েড টোটো কোম্পানি (এটিসি)। ২০১৫ সালের ১১ই অক্টোবরে তিনি একটি ইউটিউব চ্যানেল চালু করেন। যে চ্যানেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন এর রিভিউ করা হয়। এছাড়াও তারা ফোন রিভিউ এর পাশাপাশি নতুন নতুন সব স্মার্ট গ্যাজেট ও রিভিউ করেন। তাছাড়াও তারা বাংলাদেশের সাতটি বিভাগ ঘুরেই করেছেন ফোর জি টেস্ট। আশিকুর রহমান তুষার একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন যে তারা ২০১২ সালে এই চ্যানেলটি তৈরি করেন। কিন্তু এক্সিডেন্টলি চ্যানেলটি ১০০০০ সাবস্ক্রাইবার সহ ডিলিট হয়ে যায়। পরে তারা আবার 2২০১৫ সালে এই চ্যানেলটি তৈরি করেন। এবং এখন ২০১৮ সালে তারা সফলতার শীর্ষে। অ্যান্ড্রয়েড কোম্পানিতে শুধু যে আশিকুর রহমান তুষার আছে তা না। তাদের সম্পূর্ণ একটা টিম আছে। এই টিম মেম্বাররা হচ্ছেন ১) আরিফুল ইসলাম ইমন ২) আকিব রাজ ৩) তানভীর ইভান ৪) নূর মোহাম্মদ ৫) রাফিদ ইসলাম তারা এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি টেক চ্যানেলের মালিক। তাদের বর্তমান সাবস্ক্রাইবার ৩ লাখ ৫৩ হাজার ১১৭+ আশিকুর রহমান ...